বইয়ের নাম | পরিবর্তনে অদূর দিগন্তে আমি |
কবি/লেখক/লেখিকা | রোটাঃ স্বপন বৈরাগী |
প্রকাশনী | সন্ধান প্রকাশনী |
প্রকাশক | এনামুল হক পাইলট |
বিষয় | কবিতা |
ISBN | 978-984-97942-3-3 |
মহাকবি মাইকেল মধু সূধন দত্তের স্মৃতি বিজরিত কপোতাক্ষ নদের তীরে পাশ্ববর্তী পাটকেলঘাটা থানার সেনেরগাঁতী গ্রাম- সাতক্ষীরা জেলায় একটি খ্রিস্টান পরিবারে ৪ঠা মার্চ ১৯৭৬ খ্রিষ্টাব্দে জন্ম গ্রহণ করেন কবি ও সাহিত্যিক স্বপন বৈরাগী । তাহার পিতার নাম জন অশ্বিনী বৈরাগী । তিনি ছেলেবেলা থেকে ধর্মভীরু ও সাহিত্য অনুরাগী ছিলেন, পাশাপাশি তিনি সমাজ সংস্কারে একজন নির্ভীক সমাজসেবী হিসাবে কাজ করে যাচ্ছেন, মানব সেবায় তার ধর্মভীরতার প্রতিফলন।
তিনি ছাত্র জীবন হতেই বিভিন্ন অরাজনৈতিক সামাজিক
সংগঠন ও সাহিত্য সাংস্কৃতি জগতে কাজ করেছেন। তিনি ধর্মীয় জীবনে খ্রিষ্টান
সম্প্রাদায় হওয়াতে প্রথমে নিজ গ্রামের সেবাধর্মী সামাজিক সংগঠন সেন্ট ডমিনিক
সার্ভিও যুব সংঘের প্রতিষ্ঠাতা সদস্য হিসাবে কাজ শুরু করেন ও ছাত্র জীবনে মাত্র
অষ্টম শ্রেণী থেকে এ ধরনের বিভিন্ন সামাজিক সংগঠনের যুক্ত হন, তিনি সামাজিক সংগঠন
ছাড়াও বাংলার সংস্কৃতি ও সাহিত্যচর্চায় কাজ করে যাচ্ছেন, ইতিমধ্যে যেসব সাহিত্য
ও সংস্কৃতি সংগঠনের সাথে যুক্ত ছিলেন ও কাজ করে যাচ্ছেন তা হলঃ প্রত্যাশা নাট্য
গোষ্ঠীর সদস্য ঢাকা, নটরডেম অ্যাডভেঞ্চার ক্লাবের বিতর্ক বিভাগের সদস্য ঢাকা,
ললিতকলা একাডেমীর সাবেক সদস্য ঢাকা, বাংলাদেশ খ্রিষ্টান লেখক ফোরামের সাবেক সদস্য
ঢাকা, বাংলা একাডেমী সাবেক সদস্য ঢাকা, বর্তমানে নিয়মিত যে সকল সাহিত্য পরিষদের
সাথে লেখালেখিতে যুক্ত আছেন তা হলঃ পূর্ব বঙ্গ সাহিত্য পরিষদ ট্রাস্ট, স্বরাজ
সাহিত্য পরিষদ, নব সাহিত্য পর্ষদ, আন্তর্জাতিক সাহিত্য পরিষদ, নব তরঙ্গ সাহিত্য
পরিষদ, ব্রহ্মপুত্র সাহিত্য পরিষদ, বাংলাদেশ খ্রিষ্টান লেখক ও প্রতিভা বিকাশ
সাহিত্য পরিষদ, বনলতা সাহিত্য পরিষদ, সাহিত্য ও সাংস্কৃতি ভুবন সাহিত্য পরিষদ, এসো
সাহিত্যের সাম্যে সাহিত্য পরিষদ, জাতীয় কবি সাহিত্য সংসদ, আন্তর্জাতিক
সাহিত্যবার্তা বাংলাদেশ, আলোর সন্ধানে আন্তর্জাতিক সাহিত্যচর্চা পরিষদ, উত্তরবাংলা
সাহিত্য পরিষদ, আন্তর্জাতিক ইন্দ্রা সাহিত্য পরিষদ, দুই বাংলা সাহিত্য পরিষদের
নিয়মিত সম্মাননা প্রাপ্ত কবি সাহিত্যিক। তিনি যে সকল পত্রিকায় লেখালেখি করেন তা
হলঃ দৈনিক সুপ্রভাত সাতক্ষীরা, মাসিক নবযুগ ঢাকা, দৈনিক কপোতাক্ষ টাইমস
তালা-সাতক্ষীরা, সাপ্তাহিক প্রতিবেশী ঢাকা । তিনি ইতিপূর্বে যে সকল সামাজিক
সংগঠনের সাথে যুক্ত ছিলেন বা আছেন তা হলঃ বন্ধু কল্যাণ যুব সংঘের প্রতিষ্ঠাতা
সদস্য, সেন্ট ডমিনিক সার্ভিও যুব সংঘের সাবেক প্রতিষ্ঠাতা সদস্য, সাধারণ সম্পাদক ও
পরে সভাপতি, বাংলাদেশ খিষ্টান ছাত্র কল্যাণ সংঘের সাবেক সদস্য, গ্রাম উন্নয়ন
কমিটির সাবেক সভাপতি, সাতক্ষীরা সেন্ট লরেন্স ক্যাথলিক চার্চ এর বতর্মানে সভাপতি,
খুলনা ধৰ্মপ্ৰদেশীয় পালকীয় কমিটির বতর্মানে সদস্য, নোটারি ক্লাব অফ সাতক্ষীরার
বতর্মানে সদস্য, সাতক্ষীরা কেন্দ্রীয় পাবলিক লাইব্রেরির আজীবন সদস্য, সাতক্ষীরা
জেলা নাগরিক অধিকার উন্নয়ন ও সমন্বয় কমিটির সদস্য, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ
খ্রিস্টান ঐক্য পরিষদের বতর্মানে সভাপতিমন্ডলীর সদস্য সাতক্ষীরা জেলা, বর্তমানে
বাংলাদেশ খ্রিস্টান এসোসিয়েশন সাতক্ষীরা জেলার সভাপতি হিসাবে দায়িত্বরত আছেন,
এছাড়া তিনি বতর্মানে সাতক্ষীরা জেলা শহরে একটি বেসরকারী স্বেচ্ছাসেবী
প্রতিষ্ঠান-ঋষি ফাউন্ডেশন এর একজন কর্মকর্তা হিসাবে কর্মরত আছেন।
0 Reviews:
Post Your Review